খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০
নিউজ ডেস্ক :
দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। মনোনয়নপ্রত্যাশীর এক সভাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন এবং ভাঙচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর আয়োজিত এক আলোচনা সভা শেষে এই সংঘর্ষ শুরু হয়। সভায় তিনি ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্নেল মোস্তাফিজ গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার গ্রুপের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়, যা দ্রুত রূপ নেয় সহিংস সংঘর্ষে। এতে কর্নেল মোস্তাফিজ, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিক ও উপজেলা বিএনপির সদস্য মহসীন আলী শাহসহ অন্তত ২০ জন আহত হন।
ঘটনার সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শতাধিক নেতাকর্মী একে অপরের ওপর হামলা চালান। এতে কাচিনীয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
খানসামা থানার ওসি নজমুল হক বলেন, "ঘটনার সময় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি তবে তদন্ত চলছে বলে জানায় থানা সূত্র।