কেমন আছে গোপালগঞ্জ? সংঘর্ষে উত্তাল পরিস্থিতির পর চলছে কারফিউ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ কেমন আছে গোপালগঞ্জ? সংঘর্ষে উত্তাল পরিস্থিতির পর চলছে কারফিউ নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহত, ৯ জন গুলিবিদ্ধ এবং অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকাল ৯টার দিকে শহরে ‘মার্চ টু গোপালগঞ্জ’ নামে পদযাত্রা শুরু করে এনসিপি। তবে shortly পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল ও সমাবেশে বাধা দিয়ে অতর্কিত হামলা চালায়। সদর উপজেলার কংশুরে পুলিশের গাড়ি, ইউএনও’র বহর, পৌর পার্কের সমাবেশস্থল, জেলা প্রশাসকের বাসভবন ও কারাগারের চারপাশে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। দুপুরে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নিলেও ফেরার পথে আবার হামলার শিকার হন এবং পরে জেলা পুলিশ কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে এনসিপি নেতাদের নিরাপত্তার স্বার্থে খুলনায় স্থানান্তর করা হয়। এনসিপির অভিযোগ, হামলাকারীরা মসজিদের মাইক ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দেয় এবং প্রশাসনের ভূমিকা ছিল ‘নীরব দর্শকের’ মতো। এই ঘটনার প্রতিবাদে ঢাকার শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, গোপালগঞ্জে অতিরিক্ত দেড় হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শহরের প্রবেশপথে গাছ ফেলে সড়ক অবরোধ করায় অনেক সদস্য ঢুকতে পারেননি। গোপালগঞ্জ এখন থমথমে, জনমনে আতঙ্ক, আর পরিস্থিতি নজরে রেখেছে পুরো জাতি। SHARES আইন আদালত বিষয়: