কিশোর শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক: অতপর...
বিডি সময় ডেস্ক রিপোর্ট:
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মর্যাদাসম্পন্ন চার্টার স্কুলে কর্মরত এক তরুণী শিক্ষিকার বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকার নাম জোসেলিন সানরোমান (২৬), যিনি পন্টিয়াক শহরের বাসিন্দা।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে, যখন সানরোমান ওয়াটারফোর্ড টাউনশিপে অবস্থিত ওকসাইড প্রিপারেটরি একাডেমিতে শিক্ষকতা করতেন। স্কুলটি ‘নৈতিক শিক্ষা ও মূল্যবোধ’-এর ওপর জোর দেওয়ার জন্য পরিচিত এবং ডেট্রয়েট শহরের কেন্দ্র থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল জানান, অভিযুক্ত শিক্ষিকা স্বেচ্ছায় এক সহকর্মীকে ছাত্রের সঙ্গে নিজের শারীরিক সম্পর্কের কথা জানান। ওই সহকর্মী বিষয়টি গোপন না রেখে কর্তৃপক্ষ ও পুলিশকে জানান, যার ফলে তদন্ত শুরু হয়।
সানরোমানের বিরুদ্ধে "থার্ড-ডিগ্রি ক্রিমিনাল সেক্সুয়াল কন্ডাক্ট"-এর অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইতোমধ্যে স্থানীয় শেরিফ অফিস সানরোমানের মাগশট (গ্রেপ্তারের ছবি) প্রকাশ করেছে।
প্রসিকিউটর ম্যাকডোনাল বলেন, “এই ঘটনা কেবল একজন ছাত্রের ওপর বিশ্বাসভঙ্গ নয়, এটি একজন শিক্ষিকার হাতে ক্ষমতার অপব্যবহারের মারাত্মক দৃষ্টান্ত। একজন সাবেক শিক্ষিকা হিসেবে আমি সেই সহকর্মী শিক্ষককে ধন্যবাদ জানাই যিনি সাহসিকতার সঙ্গে পুলিশকে অবহিত করে অন্য শিক্ষার্থীদের রক্ষা করেছেন।”
উল্লেখ্য, ওকসাইড প্রিপারেটরি একাডেমি ন্যাশনাল হেরিটেজ একাডেমিজের অংশ এবং 'মোরাল ফোকাস' প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক ও ভুলের পার্থক্য শেখানো হয়। এখন ওই প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা প্রোগ্রাম প্রশ্নের মুখে পড়েছে।
এই ধরনের ঘটনা বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।