কাল থেকে বদলে যাচ্ছি youtube এ টাকা ইনকাম করার নিয়ম 

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

কাল থেকে বদলে যাচ্ছে youtube এ টাকা ইনকাম করার নিয়ম 

আন্তর্জাতিক ডেস্ক :

 

বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের কনটেন্ট নির্মাতাদের জন্য একটি নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। নতুন এই নিয়মের আওতায় কেউ পূর্বে প্রকাশিত ভিডিও পুনরায় আপলোড করে আর কোনো ধরনের অর্থ আয় করতে পারবেন না।

নিয়ম পরিবর্তনের পেছনে ইউটিউবের উদ্দেশ্য

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ নেওয়ার মূল লক্ষ্য হলো প্ল্যাটফর্মের স্বচ্ছতা বজায় রাখা এবং সৎ ও আসল কনটেন্ট নির্মাতাদের সুরক্ষা দেওয়া। সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মে এমন প্রবণতা দেখা গেছে যে, কিছু ইউটিউবার তাদের পুরোনো ভিডিও আবার আপলোড করছেন, অন্যদের ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছেন, কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কৃত্রিম কনটেন্ট বানিয়ে মুনাফা অর্জনের চেষ্টা করছেন।

এই অপব্যবহার ঠেকাতে ইউটিউব নতুনভাবে ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’কে আরও কড়াভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। ইউটিউবের নীতিমালায় আগে থেকেই বলা ছিল, পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হতে হলে নিজের তৈরি মৌলিক কনটেন্ট আপলোড করতে হবে। এবার সেই নীতিমালাকে আরও কঠোরভাবে কার্যকর করা হবে।

কীভাবে কাজ করবে নতুন নিয়ম?

নতুন নিয়ম অনুযায়ী:

১৫ জুলাই ২০২৫ থেকে ইউটিউবে আপলোড হওয়া প্রতিটি ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ মূল্যায়ন করবে।

শুধুমাত্র মৌলিক এবং নতুন কনটেন্টকেই মনিটাইজেশন সুবিধা দেওয়া হবে।

পুরোনো কনটেন্ট পুনরায় আপলোড করলে মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হবে।

অন্যের ভিডিও কপি করে বা AI দিয়ে বানানো কনটেন্ট ব্যবহার করলেও আয়ের সুযোগ থাকবে না।

আসল নির্মাতারা লাভবান হবেন

ইউটিউব আশা করছে, এই নিয়ম কার্যকর হলে সত্যিকারের কনটেন্ট নির্মাতারা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন। একইসঙ্গে, যারা চিটিং বা নকল কনটেন্টের মাধ্যমে অযৌক্তিকভাবে আয় করছিলেন, তাদের পথ রুদ্ধ হবে।

এই পরিবর্তন বিশ্বব্যাপী সব ইউটিউবারদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে বলে ইউটিউব জানিয়েছে।