কালিয়া’র কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

কালিয়া’র কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ

রাশেদ রাসু, নড়াইল থেকে:

ঘুষ দাবিসহ নানা অনিয়ম ও হয়রানির অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে এবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক সার ও বীজ ডিলার। অভিযোগকারী শেখ জামিল আহমেদ কালিয়া উপজেলার মহাজন বাজারের মেসার্স আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিএডিসি অনুমোদিত ডিলার।

জামিল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে তিনি উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ করে আসছেন। তবে প্রতিবার পণ্য গুদামজাতের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক তার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করতেন। ঘুষ না দিলে হুমকি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের ভয় দেখানো হতো।

অভিযোগে আরও বলা হয়, ইভা মল্লিক ঘুষের বিনিময়ে অন্য ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার প্রস্তাব দেন। এমনই এক প্রস্তাবে সামিউল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়। সামিউল ৭০ হাজার টাকা দেওয়ার কথা বললে ইভা মল্লিক ঘুষের পুরো টাকা ছাড়া ডিলারশিপ দেওয়া হবে না বলে জানিয়ে দেন। এ ঘটনার ভিডিও প্রমাণ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জামিলের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেও তিনি হয়রানির শিকার হচ্ছেন। বিএনপি ঘরানার লোক হওয়ায় ইভা মল্লিক তাকে হুমকি দিয়ে বলেন, “আপনার ডিলারশিপ বাতিল করে আওয়ামী লীগপন্থীদের কাছে দেওয়া হবে।”

এছাড়া অভিযোগে আরও উল্লেখ রয়েছে, কালিয়ার কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি নড়াইল সদরের খান কবীর হাউজিং প্রজেক্টে প্রায় অর্ধ কোটি টাকায় জমি কিনেছেন এবং তার মায়ের নামে কৃষি ব্যাংকে একটি হিসাব খুলে ঘুষের টাকা লেনদেন করেছেন বলে দাবি করা হয়েছে। ওই হিসাব থেকে কোটি টাকার বেশি লেনদেনের তথ্য রয়েছে। অভিযোগ ওঠার পরপরই গত ৩০ জুন ওই হিসাবটি বন্ধ করে দেন তিনি ও তার স্বামী শিমুল মল্লিক, যিনি নিজেও কালিয়ার কৃষি ব্যাংকে কর্মরত।

অভিযোগকারী জানান, এসব অনিয়মের প্রতিবাদ করায় ইভা মল্লিক নিয়মিত তাকে হয়রানি করছেন এবং ডিলারদের সাথেও দুর্ব্যবহার করছেন। স্থানীয় কৃষকদের একাংশের অভিযোগ, এই কর্মকর্তা বর্তমানে কালিয়া উপজেলার কৃষি খাতকে একপ্রকার জিম্মি করে রেখেছেন।

এ বিষয়ে জানতে ইভা মল্লিকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।