কারাবন্দী সাংবাদিকদের জামিন চেয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
নিউজ ডেস্ক :
দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক এক যুক্ত বিবৃতিতে কারাবন্দী সাংবাদিকদের জামিন দাবি করেছেন। একইসঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি, হয়রানি ও নিপীড়নের প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
আজ সোমবার ৫১ জন সাংবাদিকের স্বাক্ষর–সংবলিত এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর-এর সম্পাদক তৈমুর ফারুক তুষার।
বিবৃতিতে বলা হয়, “দেশ এখন মব সন্ত্রাসের কাছে জিম্মি। সাংবাদিকদের নামে হত্যা মামলা, চাকরিচ্যুতি, গণমাধ্যম অফিসে হামলা, এমনকি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাংবাদিক সমাজ এক ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে। অথচ এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না; বরং সাংবাদিকরাই হয়রানির শিকার হচ্ছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, দেশি-বিদেশি প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। গত ১১ মাসে মামলা, গ্রেপ্তার, কারাবন্দিত্বসহ নানা হয়রানির শিকার হয়েছেন শত শত সংবাদকর্মী।
বিশেষভাবে উল্লেখ করা হয়—
অন্তত ৪১২ জন সাংবাদিককে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে।
৩৯ জন গ্রেপ্তার, ১৬৮ জনের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল।
১০১ জনের প্রেসক্লাব সদস্যপদ বাতিল, স্থগিত বা বহিষ্কার।
৩ শতাধিক সাংবাদিকের বিদেশযাত্রা নিষিদ্ধ।
শতাধিক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।
সাহসিক সংবাদ প্রচারের দায়ে চাকরি হারিয়েছেন সহস্রাধিক সাংবাদিক।
এছাড়া ‘মব সন্ত্রাস’ চালিয়ে সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবগুলো দখল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় ১১ মাস ধরে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করা হয়।
সাংবাদিকদের মতে, “আইন অনুযায়ী জামিন পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। অথচ সাংবাদিকদের সে অধিকার অস্বীকার করা হচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।”
বিবৃতিতে সরকারের কাছে ৩টি প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. কারাবন্দী সাংবাদিকদের জামিন নিশ্চিত করা।
২. সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার করা।
৩. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও ভয়ভীতি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
বিবৃতিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন:
ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিআরইউর সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবির, জাতীয় অর্থনীতির সম্পাদক কিবরিয়া চৌধুরী, ল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শামীমা আক্তার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাঈদুজ্জামান সম্রাট, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।