কাঠগড়ায় তসবি হাতে দীপু মনি, অঝোরে কাঁদলেন পলক বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫ কাঠগড়ায় তসবি হাতে দীপু মনি, অঝোরে কাঁদলেন পলক নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে তাদের হাজির করে এ সংক্রান্ত আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পলককে দেখা যায় হাউমাউ করে কান্নায় ভেঙে পড়তে, অন্যদিকে ডা. দীপু মনি কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ হাতে জপ করতে থাকেন। সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে ডা. দীপু মনিকে এজলাসে আনা হয়। মাথায় ঘোমটা টেনে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নীরবে তসবিহ জপ করছিলেন। শুনানি শেষে তাকে পুনরায় হাজতখানায় নেওয়ার সময়ও তার হাতে ছিল সেই তসবিহ। অন্যদিকে, সকাল ১০টা ৩০ মিনিটে আদালতে আনা হয় জুনাইদ আহমেদ পলককে। মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া পড়া অবস্থায় তাকে কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দার দিকে তাকিয়ে থাকা স্বজনদের উদ্দেশে ইশারায় কথা বলেন তিনি। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে অঝোরে কেঁদে ফেলেন পলক। তাকে কান্নারত অবস্থায় দেখে বারান্দায় থাকা স্বজনরাও কাঁদতে থাকেন। উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত কথিত অভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় এই দুই সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলক এবং ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তারা একাধিক মামলায় রিমান্ড ভোগ করছেন। আদালতে তাদের আবেগঘন উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। SHARES আইন আদালত বিষয়: