কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি, মাথার খুলি উধাও
সংবাদ প্রতিবেদন:
পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুর কবরস্থানে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাতে কবর খুঁড়ে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে মৃত স্বজনদের কবর খোঁড়া দেখতে পান স্থানীয়রা। এরপর দেখা যায়, কবরগুলোতে কঙ্কাল নেই, বিশেষ করে অধিকাংশ কঙ্কালের মাথার খুলি নেই। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম জানান, “আমরা প্রতি শুক্রবার সকালে কবরস্থানে জিয়ারত করতে আসি। আজ এসে দেখি মাটি ও বাঁশ সরে আছে, পরে বুঝি ভেতরের কঙ্কালও উধাও।”
স্থানীয়দের দাবি, এটি সংঘবদ্ধ কোনো চক্রের কাজ। তারা ধারণা করছেন, ওই চক্র বিশেষ উদ্দেশ্যে—বিশেষ করে মাথার খুলি চুরি করেছে।
আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, “ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এমন লোমহর্ষক কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।