এসএসসি-২০২৫: নড়াইল জেলার শীর্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ এসএসসি-২০২৫: নড়াইল জেলার শীর্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রাশেদ রাসু, লোহাগড়া থেকে : ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে নড়াইল জেলার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এ বছর এই প্রতিষ্ঠান থেকে মোট ২৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এবং মোট পাশের হার ৯৮.০২ শতাংশ। এই চমকপ্রদ ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এই কৃতিত্বে বিদ্যালয় চত্বরে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ পুরো লোহাগড়া উপজেলায় বিরাজ করছে গর্ব ও উৎসবের আমেজ। অনেকেই একে “লোহাগড়ার গৌরব” হিসেবে আখ্যায়িত করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান বলেন: > “আমাদের লক্ষ্য কেবল ভালো ফল নয়, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন, পরিপূর্ণ মানুষ গড়ে তোলা। শিক্ষকরা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে দেখেন, গাইড করেন এবং তাদের জীবনের প্রতিটি পর্যায়ে সাহচর্য দেন। নিয়মিত শ্রেণি পাঠ, বাড়তি ক্লাস, সাংস্কৃতিক কার্যক্রম, এবং নৈতিক শিক্ষার সমন্বয়েই এই সাফল্য এসেছে।” তিনি আরও বলেন: > “এই অর্জন শুধু একজন বা দুজনের নয়—শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত শ্রম, ভালোবাসা ও আন্তরিকতার ফসল। আমরা চাই ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং নড়াইল জেলায় শিক্ষার মান আরও উন্নত হোক।” শিক্ষার্থীরাও জানায়, শিক্ষকরা সবসময় পাশে থেকেছেন। নিয়মিত ক্লাস, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট ও ব্যাচভিত্তিক সহযোগিতাই তাদের সফলতার বড় কারণ। এদিকে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নড়াইল জেলায় জেনারেল, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৫০১ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫,৯৭৫ জন এবং ফেল করেছে ২,৫২৬ জন। জেলার মধ্যে মোট ৫৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে—এর মধ্যে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ৮৯ জন, যা একটি উল্লেখযোগ্য অর্জন। অভিভাবক মহল এই সাফল্যে অত্যন্ত সন্তুষ্ট। অনেকেই বলেন, > “এই বিদ্যালয় শুধু ভালো ফল তৈরি করে না, ভালো মানুষ তৈরি করে। এই অর্জন আমাদের সন্তানদের জন্য অনুপ্রেরণা।” শিক্ষা সংশ্লিষ্টদের মতে, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এই গৌরবময় ফলাফল নড়াইল জেলার অন্যান্য বিদ্যালয়ের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। SHARES শিক্ষাঙ্গন বিষয়: