এনসিপি সংসদে গিয়ে সরকার গঠন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫

এনসিপি সংসদে গিয়ে সরকার গঠন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

নাসীরুদ্দীন বলেন,

> “প্রতিবন্ধকতা এলেও আমরা থেমে নেই। বড় বড় দলের সামনে দাঁড়িয়ে গেছি। একটি দল গেছে, আরেকটি আমাদের ধরার জন্য অপেক্ষায় আছে। এ দেশে বুলেটের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, আগামীতে ব্যালটে বিপ্লব হবে।”

তিনি জানান, তরুণদের শক্তিই আগামী দিনের সবচেয়ে বড় হাতিয়ার। আর সেই তরুণ শক্তিকে কেউ দমিয়ে রাখতে পারবে না।

ভুলের জন্য ক্ষমাপ্রার্থী’

সম্প্রতি একটি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েন নাসীরুদ্দীন। এ প্রসঙ্গে তিনি বলেন,

> “আমার বক্তব্যে কেউ দুঃখ পেয়ে থাকলে আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”

এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন,

> “স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে গণমাধ্যমে থাকা স্বৈরাচারের দোসরদের নির্বাচনের আগেই বিচারের আওতায় আনতে হবে।”

‘ক্ষমতায় এলে অর্থনৈতিক দুর্নীতির বিচার’

আগামী সংসদে সরকার গঠনের সুযোগ পেলে অর্থনৈতিক খাতে লুণ্ঠনকারীদের বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন,

> “সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বললে চলবে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে।”

এসএমই খাতে ভিন্নমত

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন,

> “এই দেশের ৯০ শতাংশ ব্যবসা অল্প কিছু মানুষের হাতে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র উদ্যোক্তাদের পথ আটকে দিচ্ছে।”

তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন—

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা

ইম্পেরিয়াল গ্রুপের এমডি মাহবুবুর রহমান

‘লাইট অব হোপ’ ও ‘টোগোমোগো’র প্রতিষ্ঠাতা ওয়ালীউল্লাহ ভূঁইয়া

ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ‘শিখো’র সিইও শাহীর চৌধুরী

শেয়ার ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক

এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন

অ্যাডভোকেট হুমায়রা নূর

এসএমই খাতের সমস্যা, সম্ভাবনা এবং নীতিগত কাঠামো নিয়ে বক্তব্য দেন ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক এবং এনসিপি এসএমই উইংয়ের আহ্বায়ক আশিকিন আলম।