এনসিপির সমাবেশ: নিরাপত্তার চাদরে ফরিদপুর বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ এনসিপির সমাবেশ: নিরাপত্তার চাদরে ফরিদপুর নিউজ ডেস্ক : ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজকের পথসভাকে কেন্দ্র করে পুরো শহরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ফরিদপুর শহরের বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। জানা গেছে, পূর্বঘোষিত সময় অনুযায়ী পথসভাটি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বুধবার গোপালগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে সময় পরিবর্তন করে দুপুর ১২টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। এনসিপি নেতারা গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে সভা শেষ করে ফরিদপুরে রাতযাপন করার কথা থাকলেও গোপালগঞ্জের সহিংস ঘটনার পর তারা নিরাপত্তার স্বার্থে খুলনায় চলে যান এবং সেখান থেকেই আজ ফরিদপুরে আসছেন। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই পথসভা। সকাল থেকেই সেখানে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা যায়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন। পুলিশের টহল ও নজরদারিতে এলাকাটি নিরাপত্তাচক্রে পরিণত হয়েছে। ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, “পথসভা সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে। এখনও নেতারা ফরিদপুরে এসে পৌঁছাননি।” তিনি আরও বলেন, “আমরা গোপালগঞ্জের মতো কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত ভদ্র ও সুশৃঙ্খল। আশা করছি সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।” ফরিদপুর কোতোয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, “নিরাপত্তার জন্য ৪০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। র্যাব ও সেনাবাহিনীও টহলে থাকবে। তবে বাইরে থেকে বাড়তি জনবল আনা হয়নি। ফরিদপুরের পুলিশই যথেষ্ট প্রস্তুত রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করছি, এনসিপির এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হবে।” SHARES রাজনীতি বিষয়: