এইচএসসি পরীক্ষার্থীর সাথে কি ঘটেছিল সেদিন?বর্ণনা দিলেন মাহিরা 

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

এইচএসসি পরীক্ষার্থীর সাথে কি ঘটেছিল সেদিন?বর্ণনা দিলেন মাহিরা 

নিউজ ডেস্ক :

রাজধানী ঢাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে নিজে নিজেই ফিরে এসেছেন এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। এক নির্মাণাধীন ভবনে আটকে রেখে তার পোশাক পাল্টে দিয়ে চুল কেটে পরিচয় গোপনের পরিকল্পনা করেছিল অপহরণকারীরা। তবে কৌশলে সেখান থেকে পালিয়ে সাভার নিউ মার্কেট এলাকায় এসে নিরাপত্তার সন্ধান পান তিনি।

ঘটনার দিন গত রোববার সকাল সাড়ে ৭টায় মিরপুর কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিতে বের হন মাহিরা। কুড়িল এলাকা থেকে বাইকে চড়ে রওনা দিয়ে যানজটে পড়লে বাসে ওঠেন। বাসে এক নারী সহযাত্রী তার পাশে বসে এবং কিছু সময় পর জানালা দিয়ে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে কিছু গ্রহণ করেন, যা মাহিরার সামনে ধরা হয়। এরপর ধীরে ধীরে চেতনা হারান মাহিরা।

জ্ঞান ফেরার পর নিজেকে একটি টিনশেড নির্মাণাধীন ভবনের ঘরে আবিষ্কার করেন তিনি। পাশে ছিলেন এক নারী ও চার-পাঁচজন পুরুষ। তাদের মধ্যে দুইজনকে বাসে দেখা গিয়েছিল বলেও জানান মাহিরা। অপহরণকারীরা মাহিরার পোশাক পাল্টে দেওয়ার সময় অসাবধানতার সুযোগে পাশের রুমে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে পড়লে মাহিরা পালিয়ে যান।

চারদিকে নির্মাণসামগ্রী ও বেশ কিছু নির্মাণাধীন ভবন দেখে নিজের অবস্থান অনুমান করে প্রায় ৪০-৫০ মিনিট হাঁটে ও দৌড়ে চলে আসেন ঢাকা-মানিকগঞ্জ সড়কের কাছে। পথে অনেককে সাহায্যের জন্য অনুরোধ করলেও পোশাক ও খালি পায়ের কারণে কেউ সাহায্য করতে চায়নি। শেষ পর্যন্ত এক বাইকার তাকে সাভার নিউ মার্কেটের কাছে নামিয়ে দেন, যেখানে পাশের দোকান থেকে বাবাকে ফোন দিয়ে পরিবার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পান।

পরিবার জানায়, অপহরণ ঘটনার পর থেকে মাহিরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। বড় বোন ছাড়া কারও সঙ্গে কথা বলছেন না। তবে একটি পরীক্ষা বাদ গেলেও বাকি পরীক্ষা দিচ্ছেন তিনি।

ভাটারা থানার ওসি রকিবুল হাসান বলেন, “ছাত্রীটি উদ্ধারের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে তদন্ত শুরু হবে।”

তিনি আরও জানান, এটি প্রেমঘটিত নাকি অপহরণ, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্তে বিস্তারিত জানা যাবে।