ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখলেন বিআরডিবির মাঠকর্মী বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৫ ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখলেন বিআরডিবির মাঠকর্মী নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় নুর নাহার খাতুন (৪৭) নামে এক নারী ঋণগ্রহীতাকে রাতের অন্ধকারে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মাঠকর্মী আবেদা সুলতানার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে বাঁকা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী নুর নাহার খাতুন বিআরডিবি থেকে ৩ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। মেয়াদ শেষ হলেও তার কাছে এখনো ২ লাখ ৩০ হাজার টাকা বাকি রয়েছে। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা পরিশোধ করতে কার্যালয়ে গেলে মাঠকর্মী আবেদা সুলতানা পুরো অর্থ পরিশোধের জন্য চাপ দেন। টাকা দিতে না পারায় সন্ধ্যায় তাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রেখে বাড়ি চলে যান আবেদা। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে মাঠকর্মী আবেদা সুলতানা বলেন, “অফিস আমার বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। তাই আমি তাকে আটকে রেখে তার পরিবারের লোকদের খবর দিই যাতে তারা এসে টাকার নিশ্চয়তা দেয়।” অন্যদিকে নুর নাহার অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ। তাই কিস্তি দিতে পারিনি। সময় চেয়েছিলাম, কিন্তু তা না দিয়ে আমাকে তালাবদ্ধ করে রেখে চলে যান তিনি।” বিষয়টি নিয়ে জীবননগর উপজেলা বিআরডিবির কর্মকর্তা তারিক জামাল বলেন, “আমরা চাইছিলাম তার পরিবার এসে বিষয়টি মীমাংসা করুক। তবে বারান্দায় তালাবদ্ধ করে রাখা হয়েছে, তা আমার জানা ছিল না।” জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” SHARES সারা বাংলা বিষয়: