ইসির প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি এনসিপির

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

ইসির প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি এনসিপির

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকা থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ বাদ দেওয়ার দাবি জানিয়েছে। দলটির দাবি, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই একটি নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক নির্বাচন কমিশনের তফসিলভুক্ত থাকতে পারে না।

রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠক শেষে সাংবাদিকদের জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। সেই কারণে তাদের প্রতীকটি (নৌকা) আইনত তফসিলে থাকতে পারে না। বিষয়টি আমরা সিইসির কাছে আইনি ভিত্তিসহ তুলে ধরেছি। তিনি আমাদের জানিয়েছেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে ইসি ১১৫টি প্রতীক সংরক্ষণের খসড়া তৈরি করে এবং তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। তবে আলোচিত ‘শাপলা’ প্রতীক সেই তালিকায় রাখা হয়নি, যা নিয়ে এনসিপি ও নাগরিক ঐক্য উভয় দলের মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে।

চলতি বছরের ২২ জুন এনসিপি তাদের নিবন্ধন আবেদনের সময় ‘শাপলা’ প্রতীক দাবি করে। তারও আগে, ১৭ এপ্রিল মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য একই প্রতীক চায়। তবে দীর্ঘ আলোচনার পরেও প্রতীক তালিকায় শাপলা প্রতীকটি রাখা হয়নি বলে অভিযোগ এনসিপির।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতীক তফসিল নিয়ে চলমান আলোচনার মধ্যেই কমিশন আইনগত ও রাজনৈতিক দিক বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে।