ইসলামি দলগুলোর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: বিএনপি নেতা হারুন

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫

ইসলামি দলগুলোর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: বিএনপি নেতা হারুন

নিউজ ডেস্ক :

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে কয়েকটি ইসলামি দল রয়েছে যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে। কিন্তু তাদের কথাবার্তা ও কাজের মধ্যে কোনো মিল নেই।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মোড়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “একবার তারা বলে স্থানীয় সরকার নির্বাচন দরকার, আবার বলে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চাই। আবার কখনো বলে দেশে নির্বাচনের পরিবেশ নাই। কিন্তু তারা তো এখন নিয়মিত সভা-সমাবেশ করছে, অফিসও খোলা রেখেছে, যা গত ১৫ বছরে করতে পারেনি। এটা থেকেই বোঝা যায়, নির্বাচন বানচালের চেষ্টা চলছে।”

হারুনুর রশিদ আরও বলেন, “যারা এখন পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট চায়, তারা ৫ আগস্টের পর ভেবেছিল ক্ষমতায় চলে আসবে। কিন্তু বাস্তবতা বুঝে এখন নিজেদের অবস্থান বদলাচ্ছে। ভোটে কয়টা আসন পাবে, সেটাই এখন সন্দেহ।”

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অনেকে।