ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পেরপারমাণবিক কার্যক্রম চললে ফের হামলার সতর্কবার্তা আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তাহলে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে। স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, “যদি ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে, তাহলে আবারও বোমাবর্ষণ করা হবে। এটি প্রশ্নাতীত।” ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এলো, যখন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। গত ২১ জুন যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান থেকে ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু কেন্দ্রে বোমাবর্ষণ করা হয়। এই হামলার আগে গত ১৩ জুন ইরানে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর টানা ১২ দিন ধরে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় জড়ায়। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন।” তবে ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রসঙ্গে বলেন, “সংঘাত থামানোর জন্য সেটিই ছিল সবচেয়ে উপযুক্ত সময়।” সূত্র: সিএনএন SHARES অপরাধ বিষয়: