ইমোতে প্রেমের ফাঁদ, তারপর ব্ল্যাকমেইল: নাটোরে চক্রের ১২ সদস্য আটক
নিউজ ডেস্ক :
নাটোরের লালপুরে ইমো অ্যাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে ব্ল্যাকমেইল করত একটি প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১৬টি অ্যান্ড্রয়েড ফোন, ১২টি বাটন ফোন, ৩০টি সিমকার্ড, ৫ পিস ইয়াবা, স্বল্প পরিমাণ গাঁজা এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রবাসীসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিনয় করতেন। পরে ভিডিও কলে অশ্লীল দৃশ্য ধারণ করে অর্থ আদায় করতেন। এ সময় অভিযানে তাদের হাতে-নাতে ধরা হয়।
এছাড়া চক্রের সদস্যরা এলাকায় কিশোর গ্যাং ও মাদকসেবী হিসেবেও কুখ্যাত বলে জানা গেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, “আটক ১২ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং বাকি আটজনকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এসব প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।