ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় মো. রেজভী (৩৫) নামের এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ রক্তাক্ত ঘটনা ঘটে।

নিহত রেজভী শহরতলীর বীরপুর এলাকার বাসিন্দা। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিস সংযোগের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহত রেজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৮টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রেজভী ও তার অনুসারীরা পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলার উদ্দেশ্যে গেলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে প্রতিপক্ষ সদস্যরা রেজভীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, “রেজভী নিজে একটি সশস্ত্র দল নিয়ে পরিকল্পিতভাবে তৈয়ব ও তার পরিবারকে হামলার উদ্দেশ্যে যায়। সেখানে প্রতিপক্ষের পাল্টা হামলায় সে নিহত হয়।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বেশকিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।