ইতালি দিচ্ছে ৫ লাখ কর্ম ভিসা, সুযোগ পাচ্ছেন যাঁরা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫ ইতালি দিচ্ছে ৫ লাখ কর্ম ভিসা, সুযোগ পাচ্ছেন যাঁরা নিজস্ব প্রতিবেদক | ইতালি সরকার নতুন করে প্রায় ৫ লাখ কর্মসংস্থান ভিত্তিক ওয়ার্ক পারমিট ভিসা ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক সংকট মোকাবিলায় এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে। রয়টার্সের বরাতে জানা যায়, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আগত নাগরিকদের এই কর্ম ভিসা দেওয়া হবে। প্রথম ধাপে ২০২৬ সালেই ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন বিদেশিকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে। পর্যায়ক্রমে ২০২৮ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনে। ডানপন্থি জোটের নেতা হিসেবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দায়িত্ব নেওয়ার পর ভিসা নীতিকে সহজ করার কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগেও ২০২৩-২০২৫ মেয়াদে ৪ লাখ ৫০ হাজারেরও বেশি অভিবাসীর জন্য পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি সরকার। মন্ত্রিসভার বিবৃতিতে জানানো হয়, ব্যবসায়িক চাহিদা, বয়সজনিত জনসংখ্যার হার এবং পূর্ববর্তী আবেদনগুলোর বাস্তবতা যাচাই করে এই নতুন কোটার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মেলোনি সরকার অবৈধ অভিবাসন প্রতিরোধে কড়া অবস্থান নিয়েছে। অবৈধভাবে আগতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা ও ভূমধ্যসাগরে মানবিক উদ্ধারকারী সংস্থার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইতালির এই সিদ্ধান্তে দক্ষ শ্রমিকদের জন্য বিশাল একটি সুযোগ তৈরি হলো—বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদের জন্য যারা বৈধ পথে ইউরোপে কাজ করতে আগ্রহী। SHARES আন্তর্জাতিক বিষয়: