“আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। এ গুজব আমার এলাকার শত্রুপক্ষ ছড়াচ্ছে।” বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। এ গুজব আমার এলাকার শত্রুপক্ষ ছড়াচ্ছে।” নিউজ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘অঞ্জনা’খ্যাত সংগীতশিল্পী মনির খান রাজনীতির মাঠেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই বরেণ্য গায়ক। সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মনির খান স্পষ্টভাবে বলেন, “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। এ গুজব আমার এলাকার শত্রুপক্ষ ছড়াচ্ছে।” তিনি জানান, ২০১৮ সালের একটি মনোমালিন্যের ঘটনা সামনে এনে কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই, এবং তাকে ফোন করে বিষয়টি জানতে চাইছেন। মনির খান বলেন, “বিএনপি থেকে নমিনেশন সংগ্রহ করলেই তো মনোনয়ন নিশ্চিত হয় না। সেটি অনেকের সহ্য হচ্ছে না বলেই তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিএনপির সবাই তো আমার বন্ধু নয়।” তিনি দাবি করেন, বিএনপির ভেতরে থাকা কিছু অসাধু ব্যক্তি কিংবা বিরোধীপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়াচ্ছে। সবার প্রতি আহ্বান জানিয়ে মনির খান বলেন, “আমি বিএনপির কেউ না এমন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি আজও জাতীয়তাবাদী আদর্শে আস্থাশীল। কেউ চাইলে সরাসরি আমার কাছে বিষয়টি জানতে পারেন।” SHARES সারা বাংলা বিষয়: