আবারও গোপালগঞ্জে যাব: ‘মুজিববাদ মাটি থেকে উপড়ে ফেলব’ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ আবারও গোপালগঞ্জে যাব: ‘মুজিববাদ মাটি থেকে উপড়ে ফেলব’ নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, তিনি ও তার দল গোপালগঞ্জের প্রতিটি উপজেলা ও গ্রামে কর্মসূচি পালন করবেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। নাহিদ লেখেন, “আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থিদের হবে।” ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে’ পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। অথচ মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আওয়ামী লীগ চায় গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে।” তিনি আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরও অনেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ আনতে চেয়েছিল। মনে রাখা দরকার, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসবাদী সংগঠন।” নিরাপত্তাব্যবস্থা নিয়ে অভিযোগ নাহিদ দাবি করেন, গতকাল (১৬ জুলাই) গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে তিনি বলেন, “নিরাপত্তা বাহিনীর ইনস্ট্রাকশন অনুসারে আমরা শুধুমাত্র পথসভা করেছি, পদযাত্রা করিনি। কিন্তু প্রশাসনের সহায়তা না পাওয়ায় আমাদের লোকজন বিভিন্ন উপজেলা থেকে গোপালগঞ্জে ঢুকতে পারেনি।” মৃত্যুর ঘটনার বিচার দাবি হামলার ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়ে নাহিদ বলেন, “আমরা চারজনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার উদাসীনতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটত না।” তিনি আরও বলেন, “আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। এ দায় সরকার ও প্রশাসনেরই।” ‘মুজিববাদ মাটি থেকে উপড়ে ফেলব’ নাহিদ ইসলাম বলেন, “আমরা গোপালগঞ্জে গেছি এবং শহীদদের রক্তের শপথ নিয়ে বলছি— মুজিববাদকে বাংলাদেশে দাঁড়াতে দেবো না। শহীদ বাবু মোল্লা, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধার করব।” তিনি প্রতিজ্ঞা করেন, “গোপালগঞ্জের প্রতিটি ঘরে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়াব। মকসুদপুর, কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর আছে, সেই মাটি আমরা মুজিববাদীদের হতে দেব না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ইনশাআল্লাহ মুজিববাদীদের হবে না।” প্রতিবাদকারীদের প্রতি কৃতজ্ঞতা শেষে তিনি যারা হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। SHARES আইন আদালত বিষয়: