আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,মাদারীপুর:

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার রাস্তি এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, স্থানীয়রা নদীতে একটি বস্তাবন্দি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, “মরদেহটি পচে-গলে গেছে এবং এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে নৌপুলিশ ও সিআইডিকে অবহিত করা হয়েছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, যুবককে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।