আট জেলায় ঝড়ের শঙ্কা, তিন বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

আট জেলায় ঝড়ের শঙ্কা, তিন বিভাগে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

অনলাইন ডেস্ক ||

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের আটটি জেলার ওপর দিয়ে আজ দুপুরের আগেই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার সকালে আবহাওয়া অধিদফতরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। নদীপথে চলাচলরত ছোট নৌযানগুলোকে সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ আকস্মিক ঝড়ো হাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। এতে এসব এলাকায় জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের ওপর একটি সক্রিয় মৌসুমি চাপ বিদ্যমান রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় আজ সকালের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুপুরের পর ঝড়ো হাওয়ার গতি ও তীব্রতা আরও বাড়তে পারে।

সতর্কবার্তা

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে পারে। তাই সংশ্লিষ্ট জেলার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।