আজ থেকে সোনার নতুন দাম কার্যকর, ভরিতে কত কমলো? বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ আজ থেকে সোনার নতুন দাম কার্যকর, ভরিতে কত কমলো? অনলাইন ডেস্ক: বাংলাদেশের বাজারে আজ (রবিবার) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) আজ থেকে বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা দরে। এতে করে ভরিপ্রতি দাম ২ হাজার ৬২৪ টাকা কমেছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (শনিবার) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন এই দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে, চলতি মাসের ২৫ জুনও সোনার দাম কমানো হয়েছিল। উল্লেখ্য, ১৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত টানা চার দফায় দাম বাড়ার পর এবার টানা দুই দফায় কমলো সোনার দাম। সোনার বর্তমান দাম (ভরি প্রতি): ২২ ক্যারেট: ১,৭০,২৩৬ টাকা ২১ ক্যারেট: (হালনাগাদ তথ্য অনুসারে নির্ধারণ করা হবে) ১৮ ক্যারেট ও তেজাবী সোনা: (প্রাসঙ্গিক হালনাগাদ অনুযায়ী) বাজুসের পক্ষ থেকে ব্যবসায়ীদের নতুন দাম কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। SHARES অর্থ-বানিজ্য বিষয়: