আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক |

গাজায় দীর্ঘদিন ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে, আর এটি বেশ ভালো একটি অগ্রগতি।” আগামী সপ্তাহেই চুক্তি চূড়ান্ত হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তবে আলোচনা কী পর্যায়ে রয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত নতুন এই যুদ্ধবিরতি পরিকল্পনায় গাজার উত্তর ও দক্ষিণ অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির সময় ৬০ দিনের জন্য নির্ধারণ করা হয়েছে এবং এ সময়ের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, “হামাসকে বলছি, এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আর আসবে না। যদি এটি গ্রহণ না করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

হামাসের ইতিবাচক সাড়া

যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের প্রেক্ষিতে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব দিয়েছে এবং নতুন করে আলোচনায় অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

হামাসের মিত্র সংগঠন ইসলামিক জিহাদও আলোচনার পরিকল্পনায় তাদের সমর্থন জানিয়েছে। তবে তারা একটি “স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা” দাবি করেছে।

ইসরায়েলি অবস্থান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পূর্বেই একাধিকবার জানিয়েছেন, যতক্ষণ না সব জিম্মিকে মুক্ত করা হচ্ছে এবং হামাসের সামরিক ও প্রশাসনিক শক্তি ধ্বংস হচ্ছে, ততক্ষণ গাজা যুদ্ধ বন্ধ হবে না। এই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত এখনো মেলেনি।

চলমান হামলা

যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলের তীব্র হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পাঁচ ঘণ্টায় আরও ১৮ জন নিহত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫৭ হাজার ফিলিস্তিনি। গাজার বেশির ভাগ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শেষ আশার আলো?

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আলোচনায় যুদ্ধবিরতির পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রথম দিন থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে এটি বাস্তবায়ন হবে কি না, তা নির্ভর করছে ইসরায়েল ও হামাসের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।