অস্ত্র নামিয়ে তুলেছেন কলম: লোহাগড়ার মনি খাঁন এখন সত্যের সৈনিক
রাশেদ রাসু :
অস্ত্র হাতে দেশের সীমানা রক্ষা করেছেন, আর অবসরের পর কলম হাতে দাঁড়িয়েছেন সমাজের অন্যায়ের বিরুদ্ধে—তিনি মনির খান। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট এই মনির খান এখন একজন নির্ভীক সংবাদযোদ্ধা, যিনি কাজ করছেন মানবাধিকার ও সাংবাদিকতার ময়দানে।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার স্থায়ী বাসিন্দা মনির খান সেনাবাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে। অবসরের পর তিনি নিজেকে নিয়োজিত করেন সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায়। বর্তমানে তিনি এস.টি বাংলা টিভি, জাতীয় দৈনিক ‘বাংলার দূত’ এবং স্থানীয় পত্রিকা ‘ফুলতলা প্রতিদিন’-এর প্রতিনিধিত্ব করছেন।
সেনা জীবনের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ন্যায়ের চর্চা তাকে নতুন পথ দেখায়। এখন তিনি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে দুর্নীতি, অনিয়ম, নিপীড়ন ও প্রশাসনিক অবহেলার বিরুদ্ধে আওয়াজ তুলছেন। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি।
মনির খান বলেন, “আমি বিশ্বাস করি, একজন সৈনিকের দায়িত্ব কখনো শেষ হয় না। এখন আমার লড়াই সত্য ও ন্যায়ের পক্ষে। যারা কথা বলতে ভয় পায়, তাদের জন্য আমি কলম ধরছি।”
শুধু খবর সংগ্রহেই নয়, মাঠপর্যায়ে গিয়ে তথ্য যাচাই করা, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ করাই তার সাংবাদিকতার মূল ভিত্তি। তার প্রতিবেদন বহুবার প্রশাসনিক হস্তক্ষেপে কার্যকর ভূমিকা রেখেছে।
স্থানীয়ভাবে তিনি একজন সাহসী, সচেতন ও বিশ্বাসযোগ্য সংবাদকর্মী হিসেবে পরিচিত। তরুণদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকতা মানে শুধু খবর লেখা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো।”
তার বিশ্বাস, “দেশকে ভালোবাসলে দায়িত্ব নিজেই পথ দেখায়।”