অস্ত্র, ইয়াবা ও মাথার খুলি উদ্ধার সেনাবাহিনীর অভিযানে আটক তিনজন বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ অস্ত্র, ইয়াবা ও মাথার খুলি উদ্ধার সেনাবাহিনীর অভিযানে আটক তিনজন নিউজ ডেস্ক : নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী কাকন গ্রুপের তিন সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে একটি পাকিস্তানি রিভলভার, একটি ভারতীয় পিস্তল, বিপুল পরিমাণ গোলাবারুদ, ইয়াবা, দেশীয় ধারালো অস্ত্র এবং একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন—আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯) এবং মোসাম্মৎ রোকেয়া (৫৫)। পাবনার লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দীন জানান, বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্প যৌথভাবে লালপুরের মোল্লাপাড়া চরে এ অভিযান চালায়। অভিযান শেষে আটক তিনজনকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও খুলি লক্ষীকুন্ডা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে একটি রেজিস্টার খাতা জব্দ করা হয়, যাতে দেখা যায়—নৌ-পুলিশ, লালপুর থানা, বাগাতিপাড়া থানা সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যদের নিয়মিত মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। এ বিষয়ে রাজশাহী নৌ-পুলিশের এসপি এম নুরুজ্জামান জানান, ঘুষের অভিযোগে তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। SHARES অপরাধ বিষয়: