অজগরের পেটে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৫ অজগরের পেটে মিলল নিখোঁজ কৃষকের মরদেহ আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলায় ঘটে গেছে এক ভয়াবহ ও বিরল ঘটনা। স্থানীয় একটি বাগান থেকে নিখোঁজ হওয়া এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে ৮ মিটার দীর্ঘ একটি অজগরের পেট থেকে। স্থানীয় সময় রোববার দুপুর ২টা ৩০ মিনিটে মাজাপাহিত গ্রামে স্থানীয়রা একটি অস্বাভাবিকভাবে ফোলা বিশাল অজগর দেখতে পান। তাদের সন্দেহ হয়, সাপটি কিছু বড় কিছু গিলে ফেলেছে। পরবর্তীতে সাপটিকে হত্যা করে কেটে ফেলা হলে ভিতর থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। সাউথ বুটনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BPBD) এক কর্মকর্তা লাওড রিসাওয়াল জানিয়েছেন, মরদেহটি স্থানীয়দের সহায়তায় সাপের পেট থেকে উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গ্রাম পর্যবেক্ষণ কর্মকর্তা সার্জেন্ট দিরমান জানান, নিখোঁজ কৃষকের পরিবার স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। অনুসন্ধানের এক পর্যায়ে তারা রাস্তার পাশে কৃষকের মোটরসাইকেলটি খুঁজে পায়, যা থেকে সাপের সন্ধান মেলে। উল্লেখ্য, এটি সাউথ বুটন এলাকায় মানুষের অজগরের পেটে পাওয়া যাওয়ার প্রথম ঘটনা হলেও, ইন্দোনেশিয়ায় এটি নজিরবিহীন নয়। ২০১৭ সালে সুলাওয়েসির সালুবিরো গ্রামে ৭ মিটার লম্বা এক অজগরের পেট থেকে ২৫ বছর বয়সী কৃষক আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে এলাকায় সাপের আনাগোনা বেড়ে যায় এবং তারা প্রায়ই গবাদি পশুর ওপর হামলা চালায়। তবে এবার ঘটনার শিকার হলেন একজন মানুষ—যা এলাকাবাসীকে আতঙ্কিত করে তুলেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: